muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

” বি‌পিএল-২০১৬” : রহমান মাসুদ

সাহিত্য ও সংস্কৃতিঃ 

” বি‌পিএল-২০১৬”
***রহমান মাসুদ***

দে‌শে চতুর্থ বি‌পিএল এর আয়োজন,
খেলা দেখার অপেক্ষায় উৎফুল্ল মন।
ক্রি‌কেট‌কে ভালবাসা,‌ক্রি‌কেটই জীবন,
এর মা‌ঝে বাঙা‌লির সফল বি‌নোদন।

৭দ‌লের দাপ‌টে হ‌বে জমজমাট লড়াই,
ব‌লে ব‌লে ছক্কা-চার-উইকে‌টের বড়াই।
দেশ বি‌দে‌শের খে‌লোয়া‌রের কত কসরৎ,
মা‌ঠে প্র‌তিপক্ষ দল‌কে কর‌তে হ‌বে বধ।

কু‌মিল্লা ভি‌ক্টো‌রিয়ান্স কা‌পের দা‌বিদার,
বি‌পিএল’এ মাশরা‌ফির নেই কোন ছাড়।
ঢাকা ডাইনামাইটসের হ‌বে ভয়ঙ্কর রূপ,
সা‌কিব-সাঙ্গাকারা-ব্রা‌ভো রবেনা নিশ্চুপ।

চট্রগ্রাম ভাই‌কিংস কর‌বে কা‌জের কাজ,
তা‌মি‌মের নেতৃ‌ত্বে ক্রিস গেই‌লের সেই নাচ।
ব‌রিশাল বুলস ফির‌বেনা এবার খা‌লি হা‌তে,
মুশ‌ফিকুর-‌দিলশান-না‌ফিস আছে সা‌থে।

খুলনা টাইটান্স লড়াই কর‌বে প্রাণপ‌ণে,
মাহমুদুল্লাহ চ্যা‌ম্পিয়া‌নের স্বপ্ন আটে ম‌নে।
রংপুর রাইডার্স’এর ভাবনায় জয় দরকার,
বুমবুম আফ্রি‌দি সা‌থে আছে সৌম্য সরকার।

রাজশাহী কিংস যে‌তে চায় গন্ত‌ব্যের শেষ,
মিরাজের খেলা দেখার অপেক্ষায় দেশ।
জয়-পরাজয়,খেলারই অংশ যেন হয়,
বে‌টিং মুক্ত প‌রিচ্ছন্ন ক্রি‌কে‌টের হউক জয়।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-১১-২০১৬ইং/ অর্থ 

Tags: