muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

বাজিতপুরে অতি বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

মো.আরিফুল ইসলাম,বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গত ৩দিন যাবত বৈরি আবহাওয়ার কারণে অতি বৃষ্টির ফলে আমন ধানসহ বিভিন্ন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।অনেক ফসলী ধানের জমি ইতিমধ্যেই বৃষ্টি ও বাতাসে মাটিতে পড়ে গেছে।৪ নভেম্বর শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ৩দিনের থেমে থেমে বৃষ্টি ও হালকা ঝড়ো বাতাসের কারণে কৃষকরা এ ক্ষতির সম্মুখীন হচ্ছে।
15002438_230664267353299_453097961093931066_o
বাজিতপুরের পৌরসভাসহ ১১ ইউনিয়নের সব জায়গায় এ মৌসুমে আমন ধান চাষ উপযোগী না হলেও চরাঞ্চলের অনেক কৃষক আমন ধান ও বিভিন্ন শাকসবজির চাষ করেছে। সরেজমিনে ৬ নভেম্বর রবিবার উপজেলার বৃহত্তম ইউনিয়ন সবজি ভান্ডার বলে খ্যাত পিরিজপুর পরিদর্শন কালে দেখা যায়,অতি বৃষ্টিতে শাক সবজির গাছের গোড়ায় পানি জমে মরে যাচ্ছে অনেক গাছ।এতে সাধারণ কৃষকরা লাভের চিন্তা না করে ব্যাপক ক্ষতির আশস্কা করতে বসেছে।
14976396_230611634025229_3656803574718597369_o
এসময় পিরিজপুর ইউনিয়নের আব্দুর সাত্তার নামের একজন কৃষকের সাথে কথা হলে তিনি জানান,গত ৩দিনের বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে ফসলি জমিগুলোতে। আমার সবজি ক্ষেতে পানি জমে প্রায় সব গাছ মরে যাচ্ছে। একই ইউনিয়নের আমন ধান চাষী কবির মিয়া জানান,তার প্রায় ২ বিঘা ধানের জমি খুব ভাল ভাবেই হয়েছিল।ভাল উৎপাদনের সম্ভাবনা থাকলেও অতি বৃষ্টি ও ঝড়ো বাতাসের ফলে ধানের গাছ মাটিতে পড়ে যাওয়ায় প্রায় অর্ধেকের চেয়ে কম উৎপাদন হবে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৬-১১-২০১৬ইং/ অর্থ 

Tags: