muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

বাজিতপুরে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মো.আরিফুল ইসলাম,বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বাল্য বিবাহ,যৌন হয়রানিকে “লাল কার্ড” প্রদর্শন বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।৫ নভেম্বর শনিবার সকালে উপজেলার গাজিরচর ইউনিয়নের মফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বাল্য বিবাহ ও যৌন হয়রানিরোধী এ সচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়।মফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আ.হান্নান আঙ্গুরের সভাপতিত্বে সচেতনতামূলক সভাটিতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব মো.জহিরুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.জেড.এম শারজিল হাসান ও উপজেলা আওয়ামীলীগে যুগ্ন আহ্বায়ক মো.মোবারক হোসেন মাষ্টার। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা ফেসিলেটর ইউপিজিপি মো.মনির হোসেন মজুমদার,গাজিরচর ইউপি চেয়ারম্যান জুয়েল মিয়া,প্রভাষক মো.এমাদ মিয়া,পপি পারিবারিক সহিংসতার উপজেলা সমন্বয়কারী তৌহিদুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলার তিনটি প্রতিষ্ঠানকে বাল্য বিবাহ,যৌন হয়রানি মুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়।সভা শেষে সচেতনমূলক নাটিকা ‘ভুলের মাসুল’ মঞ্চায়িত করা হয়।এসময় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী,বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দরা উপস্হিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৬-১১-২০১৬ইং/ অর্থ 

Tags: