muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

অনুমোদনহীন বিদেশী সিগারেট বিক্রির দায়ে একজনকে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ 

ধূমপান ও তামাক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখ মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০১৫ ভঙ্গ করে অনুমোদহীন বিদেশী সিগারেট বিক্রির দায়ে শহরের আখড়াবাজার এলাকার মনির স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

অভিযানের সময় উক্ত দোকান হতে বেশ কিছু অনুমোদহীন বিদেশী সিগারেট জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল। এ সময় তার সাথে গণমাধ্যমের কর্মীবৃৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিদেশী কোন সিগারেট বাংলাদেশে বাজারজাত বা বিক্রয় করতে হলে সিগারেটের প্যাকেটের গায়ে শুধুমাত্র বাংলাদেশে বিক্রয়ের জন্য অনুমোদিত কথাটি মুদ্রিত থাকতে হবে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-১১-২০১৬ইং/ অর্থ 

Tags: