muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

পাটের মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ 

পাটের ব্যাগ ব্যবহারে সকলকে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনের নিয়মিত অভিযানেরই অংশ হিসেবে আজ ২৯ নভেম্বর ২০১৬ মঙ্গলবার কিশোরগঞ্জ শহরের বিভিন্ন বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা ২০১৩ এর তফসিল অনুযায়ী নির্ধারিত কয়েকটি পণ্যে পাটের মোড়ক ব্যবহার না করায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন বাজারের তিন ব্যবসায়ীকে পনের হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

15281957_1135837333196443_893097805_n

ভ্র্রাম্যমান আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামীল।

15218709_1135838413196335_1760898574_n

জানা যায়, আজ ২৯ নভেম্বর ২০১৬ মঙ্গলবার কিশোরগঞ্জের গাইটাল, কাচারি বাজার ও আখড়া বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে গাইটালে জসিম স্টোর, কাচারি বাজারে জালাল স্টোর এবং আখড়া বাজারে মনির স্টোরে পাটজাত মোড়ক ব্যতীত পণ্য পাওয়া যায়।

15218549_1135838959862947_2132861975_n

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামীল উক্ত তিন স্টোর এর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সর্বমোট পনের হাজার টাকা জরিমানা করেন। উল্লেখ্য, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা ২০১৩ এর তফসিলে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এই ছয় প্রকার দ্রব্য বিক্রয়, বিতরণ ও সরবরাহের ক্ষেত্রে পাটজাত মোড়ক দ্বারা মোড়কজাতকরণ বাধ্যতামূলক করা হয়েছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩০-১১-২০১৬ইং/ অর্থ 

Tags: