muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

চিলিতে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক,
চিলির দক্ষিণাঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর কেন্দ্রের ১ হাজার কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, চিলির পুয়েতো কুয়েলোনের ৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত লস লাগোস উপকূলের নিকটে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। মাটির ১৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এর আগে বলিভিয়া-চিলি সীমান্তে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র ভূমিকম্প কেন্দ্রস্থলের ১ হাজার কিলোমিটার এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে।

   মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২৪ – ১২-২০১৬ ইং / মো: হাছিব

Tags: