muktijoddhar kantho logo l o a d i n g

কটিয়াদী

কটিয়াদীতে জেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহণ শুরু

আতিকুর রহমান কাযিন, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

আজ বুধবার ২৮ ডিসেম্বর কিশোরগঞ্জ  জেলা পরিষদ নির্বাচনে ওয়ার্ড নং-৭ কটিয়াদী নির্বাচন কার্যকম শুরু হয়েছে।

সকাল ৯টা থেকে ভোটগ্রহন শুরু হয়। জেলার কটিয়াদী  উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১০৭ জন। ১টি ভোট কেন্দ্রে ৭টি বুথ ( কক্ষে) ভোট প্রয়োগ করবেন ভোটাররা। এজন্য ২৭ ডিসেম্বর মঙলবার সকল প্রস্তুতি সম্পন্ন করেন জেলা রিটার্নিং অফিসার । ১টি কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ২ জন ভ্রাম্যমান আদালত ম্যাজিষ্ট্রেট রয়েছে।

এছাড়া পর্যাপ্ত পরিমানে আইন শৃংখলা কটিয়াদী  উপজেলা পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে। কটিয়াদী  উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক মো. গেয়াস উদ্দিন আহমেদ জানান, সুষ্ঠ নির্বাচন উপহার দিতে সব ব্যবস্থা ও প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। কেউ বিশৃংখলা করলে ছাড় দেয়া হবেনা। এজন্য আইন শৃংখলা বাহিনীসহ ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালত প্রস্তুত রাখা হয়েছে।

 

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৮-ডিসেম্বর-২০১৬ইং/নোমান

Tags: