muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রায়পুরে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা

মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ 

সারা দেশের মতো রায়পুরে এবার ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় ১লা জানুয়ারি‘২০১৭ নতুন বই পেল সুবিধাবি ত শিক্ষার্থীরা। রবিবার (০১জানুয়ারি ) সকাল ১১ টায় রায়পুর উপজেলার ৮নং চরবংশী ইউনিয়নের ৬৬৭ নং কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ কার্যক্রম শুরু করে। উক্ত সময়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন রায়পুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ মজিবুর রহমান।

Displaying book ytsob 2.JPG

এ সময় উপস্থিত ছিল ঢাকা আহ্ছানিয়া মিশনের রায়পুর এরিয়া ম্যনেজার অশোক কুমার ঘোষ, টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমান,এডমিনএন্ড ফিনান্স এসিসটেন্ট দ্বীন মোহাম্মদ খান এবং ইউপি সদস্য মোহাম্মদ আলী, সিএজি সিএমসি সদস্য ,অভিভাবক বৃন্দ ও ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা বৃন্দ সহ স্থানীয় সমাজসেবক ও শিক্ষনুরাগী ব্যক্তি বর্গ। এছাড়ায় ঢাকা আহ্ছানিয়া মিশনের ৮৪ টি কেন্দ্রের পাঠ্য পুস্তুক বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০১-০১-২০১৭ইং/ অর্থ 

Tags: