muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

করিমগঞ্জে মহাবীর ঈশা খার স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ি পরিদর্শন করেছে সুইডেনের রাষ্ট্রদ্রুত মি. জুহান ফ্রিসেল

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের করিমগঞ্জে মহাবীর ঈশা খার স্মৃতি বিজড়িত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তি জঙ্গলবাড়ি পরিদর্শন করেছে সুইডেনের রাষ্টদ্রুত মি. জুহান ফ্রিসেল (H.E.Mr.Johan Frisell) । সোমবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের মান্যবর রাষ্ট্রদ্রুত মি. জুহান ফ্রিসিল (H.E.Mr.Johan Frisell) জঙ্গলবাড়িতে অবস্থিত বৃহত্তর ভাটিরাজ্যের অধিপতি মহাবীর ঈশা খার স্মৃতি বিজড়িত বাড়ি , দরবার হল ও পরীখা ঘুরে ঘুরে পরিদর্শন করে ঐতিহ্য দর্শন লাভ করে সন্তোষ প্রকাশ করেন।

 

Displaying 15871841_1118531371579154_469846402067986284_n.jpg

পরিদর্শন শেষে তিনি পরিদর্শনবহিতে স্বাক্ষর করেন। স্বাক্ষর বহিতে উল্লেখ করেন, এটি একটি ঐতিহাসিক চমৎকার স্থান। স্থানটি দেখে মুগ্ধ হয়েছি। এই জঙ্গলবাড়ি ৪০০ বছর আগের ইতিহাস। ঈশা খাঁ খুব সাহসী যোদ্ধা ছিলেন। তিনি মোঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এ স্থানটিকে সংশ্লিষ্টদেরকে একটি পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা এবং সংরক্ষণের জোর দাবী জানান।

Displaying 15894632_1118998368199121_7065477214982265313_n.jpg

রাষ্ট্রদ্রুতের সফরকালে সাথে ছিলেন সুইডেন রাষ্ট্রদ্রুতের ঢাকা অফিসের প্রোগ্রাম অফিসার মিসেস মাজেদা হক। এসময় উপস্থিত ছিলেন এনডিসি সোহাগ হোসেন,করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা আরা বেগম, কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো.আব্দুল্লাহ আল মাসউদ,করিমগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান লিংকন,প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়োজিত সাইট পরিচারক মো.আমিনুল হক, দেওয়ান জামাল দাদ খান,পপির জেলা সমন্বয়কারী সাইফুল কদ্দুছসহ স্থানীয় গণ্যমান্য লোকজন।

Displaying sudeb pic.jpg

পরে তিনি শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। অতপর বত্রিশে অবস্থিত পপির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং মতবিণিময়সভায় অংশ নেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০১-২০১৭ইং/ অর্থ 

Tags: