muktijoddhar kantho logo l o a d i n g

কৃষি

শার্শায় ফসলি জমিতে পুকুর খননের মহাউৎসাব

মোঃ আবু বকর ছিদ্দিক, শার্শা (যশোর) প্রতিনিধি :

যশোরের শার্শায় এক শ্রেণীর পুকুর ব্যবসায়ী স্থানীয় কৃষকদের ধানী জমি চাষের বদলে পুকুরের মালিক বানিয়ে দেওয়ার লোভনীয় অফার দিয়ে ৫-১০ বছর মেয়াদী লীজ নিয়ে ফসলি জমতে পুকুর তৈরীর লক্ষ্যে স্কেবেটার মেশিন দিয়ে আট ফিট গভীর করে জমির চারিদিকে বাধ দিয়ে পুকুর খননের মহাউৎসাব চালাচ্ছে।

দিন- রাত চলছে এই পুকুর খননের কাজ। কৃষকরা একদিকে হারাচ্ছে তাদের পৈতৃক ফসলি জমি আর অন্য দিকে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে এক শ্রেণীর তথাকথিত পুকুর ব্যবসায়ী।

এমনকি তারা চাষযোগ্য ফসলি জমিতে বড় পুকুর করছে আর সেই মাটি ইট ভাটায় বিক্রয় করছে পুকুর ব্যবসায়ীরা। জমিগুলো দেখে মনে হচ্ছে এযেন উম্মুক্ত জলাশয়। ভূমি আইনের নিয়ম- নীতি উপেক্ষা করে নির্বিচারে আবাদী কৃষি জমিতে অবাদে পুকুর খনন করায় দিন দিন কমে যাচ্ছে ফসলি জমি।

অন্যদিকে পাশের জমির মালিকরা পুকুর পাড়ের প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক ভাবে পানি চলাচল বন্ধ হওয়ায় বোর ধান রোপনে অনেক কৃষক বাধাগ্রস্থ হচ্ছে। ফলে বাধ্য হয়ে কেউ কেউ চলে যাচ্ছে পুকুর দস্যুদের কাছে, আবার কেউ জমি চাষ না করে ফেলে রাখছে। এতে করে চলতি মৌসুমেই বোরো চাষ কম হওয়ার আশঙ্কা রয়েছে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১০-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান

Tags: