muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

পরিক্ষা প্রস্তুতিতে বাধা লোডশেডিং

জান্নাতুল জাকির প্রিন্স ভূঁইয়া, কিশোরগঞ্জ (পাকুন্দিয়া) সংবাদদাতা: 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার প্রতিদিনকার বিদ্যুৎ বিভ্রান্তির সমস্যা দীর্ঘ দিনের। এ সমস্যায় পরীক্ষার প্রস্তুতি নিয়ে হিমশিম খেতে হচ্ছে চলমান এসএসসি পরীক্ষার্থীদের।

প্রায় প্রতিদিন ভোর ছয়টা থেকে সকাল আট টা, দুপুরে কিছুক্ষন, সন্ধা শুরু হতে না হতেই লোডশেডিং রাত ৯টা পর্যন্ত ,আবার ১ঘন্টা দিয়ে ১০-১২ টা পর্যন্ত। এটি পাকুন্দিয়ার নিয়মির বিদ্যুতের রুটিন।

চলমান এসএসসি পরীক্ষার্থীরা জানায়, প্রত্যাহ সন্ধা থেকে রাত ৯টা আবার ১০ টা থেকে ১২ টা পর্যন্ত লোডশেডিংয়ের কারনে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিপাকে পরতে হচ্ছে তাদের । একই অভিযোগ প্রতিটি পরীক্ষার্থীসহ সকল ছাত্র-ছাত্রীদের।
এ অবস্থা থেকে উত্তরনের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের হস্তক্ষেপ চাইছে এলাকার সাধারন জনগণ এবং ছাত্র-ছাত্রীরা।

এই বিষয়ে পাকুন্দিয়া বিদ্যুৎ অফিসে বার বার যোগাযোগ করতে চেষ্ঠা করা হলেও ফোনে পওয়া যাচ্ছেনা সঠিক তথ্য।  এলাকাবাসী এ সমস্যার দ্রুত প্রতিকার চেয়ে বার বার অান্দোলোন করেও এ চরম দূর্ভোগ থেকে রেহায় পাচ্ছেনা।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১২-০২-২০১৭ইং/ অর্থ 

Tags: