muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

নিকলীতে সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারদের আর্থিক সাহায্য প্রদান

মো.আরিফুল ইসলাম, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারদের আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেন ব্যক্তিগতভাবে নিহত ১২ জনের পরিবারের সদস্যদের হাতে জনপ্রতি ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করেন।এছাড়াও কিশোরগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০হাজার টাকা করে প্রদান করা হয়।নিকলী উপজেলার ছাতিরচর গ্রামে নিহতদের স্মরণে শোকসভা ও দোআ মাহফিল শেষে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম,নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম প্রমুখ উপস্হিত ছিলেন।উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারী রবিবার সকালে ঢাকার কামরাঙ্গীরচর থেকে নিকলীর ছাতিরচর ইউনিয়নে বাৎসরিক গ্রাম্য মেলায় অংশগ্রহন করতে মাইক্রোবাসে করে একসাথে আসার সময় নরসিংদী জেলার বেলাবো উপজেলার দাড়িয়াকান্দি নামক স্থানে মাইক্রোবাসটির সাথে দ্রুতগতি সম্পন্ন একটি বাসের মুখোমুখি হয়।আর এতে ঘটনাস্হলে ১১ জন ও পরে দুইজন মারা যায়।চালক ছাড়া নিহত সকলে মাইক্রোবাসের যাত্রী ও উপজেলার ছাতিরচর গ্রামের বাসিন্দা।গুরুতর আহত অবস্হায় এখনও আরো ২জন ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি অবস্হায় আছেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৮-০২-২০১৭ইং/ অর্থ 

Tags: