muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

নির্মাণাধীন কালভার্ট ও রাস্তা তৈরীর কাজ পরিদর্শন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার

শাহরিয়ার রহমান পাভেল, ভ্রাম্যমান প্রতিনিধিঃ 

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে অন্যান্য অবকাঠামো, ব্যবসা-বানিজ্য ও কৃষি ক্ষেত্র সহ স্বাভাবিক জীবনযাপনের মান কখনো উন্নত হতে পারে না। তাই বর্তমান সরকার যোগাযোগ খাতকে প্রাধান্য দিয়ে সারা দেশ ব্যাপী সড়ক, ব্রীজ, কালভার্ট ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নানাবিদ কর্মসূচি হাতে নিয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ ১৮-০২-২০১৭ইং রোজ শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১৫/১৬ এর আওতাধীন বিভিন্ন সেতু/কালভার্ট নির্মাণ কর্মসূচির আওতাভুক্ত কিশোরগঞ্জ সদর উপজেলার আওতাধীন মারিয়া ইউনিয়নে অবস্থিত নির্মাণাধীন কালভার্ট ও রাস্তা তৈরীর কাজ পরিদর্শন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবদুল্লাহ আল মাসউদ।

পরিদর্শনকালে কালভার্টের যথাযথ মাপ,পাথর,সিমেন্ট প্রভৃতি মিশ্রণ পর্যালোচনা করেন এবং যথাযথ সময়ে উপযুক্ত কালভার্ট এবং রাস্তা নির্মাণ করে জনগণের ভোগান্তি মেটানোর উদ্দেশ্যে প্রকল্পের ঠিকাদারকে আহ্বান জানান।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৮-০২-২০১৭ইং/ অর্থ 

Tags: