muktijoddhar kantho logo l o a d i n g

কটিয়াদী

কটিয়াদীতে বিএনপি নেতা সিরাজ উদ্দিনের ইন্তেকাল

আতিকুর রহমান কাযিন, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আচমিতা আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক  আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন (৬৫) শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……….. রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে যান। শনিবার সকাল ১১টায় আচমিতা জর্জ ইন্সটিটিউট স্টেডিয়ামে  জানাজার নামাজ শেষে নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এড. সোহরাব উদ্দিন, সাবেক সাংসদ মেজর (অবঃ) আখতারুজ্জামান রঞ্জন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আ. ওয়াহাব আইন উদ্দিন, ভাইস-চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমেদ জুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসরাঈল মিয়া, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, জেলা আওয়ামীলীগের সদস্য মঈনুজ্জামান অপু, কটিয়াদী পৌর মেয়র মো. শওকত উসমান, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুছ ছোবান, মো. গোলাম মোস্তফা উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম ফারুক চাষী প্রমূখ। দলমত নির্বিশেষে হাজার মানুষ জনপ্রিয় বিএনপি নেতা আলহাজ্ব মো. সিরাজ উদ্দিনের জানায় অংশ গ্রহণ করেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০৩-২০১৭ইং/ অর্থ 

Tags: