muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নান্দাইল (ময়মনস্ংহ) প্রতিনিধিঃ

”নারী-পূরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব,কর্মে নতুন মাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ ভাবে ৮ মার্র্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করে। এ উপলক্ষে উপজেলা সদরে বর্নাঢ্য র‌্যালী অনষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন প্রধান অতিথি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, উপজেলা কৃষি অফিসার মোঃ নাসির উদ্দিন ও উপজেলা সমবায় অফিসার অপরুপা মালাকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক হান্নান মাহমুদ, ফজলুল হক ভূইয়া,জাতীয় শিশু কন্যা এডভোকেসি নান্দাইল শাখার সভাপতি অধ্যাপক অরবিন্দ পাল। অপর দিকে নান্দাইল পৌরসভার জেন্ডার কমিটির উদ্যোগে প্যানেল চেয়ারম্যান ১ মোঃ রেজাউল করিম ভূইয়া রিপনের নেতৃতে র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভার কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন পৌরসভার সচিব মাহতাব উদ্দিন, পৌরকাউন্সিলর আমিনূল ইসলাম ফকির (লাল মিয়া), সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রাবিয়া খানম প্রমূখ, উপজেলা প্রশাসন, মহিলা সংস্থা আয়োজিত র‌্যালীতে বিভিন্ন মহিলা সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী সহ অগূনিত মহিলা অংশ গ্রহন করে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৮-০৩-২০১৭ইং/ অর্থ 

Tags: