muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

যারা টাকা দিয়ে ভোট কিনে জনপ্রতিনিধি হন, তারা জনসেবা করেননা, নিজেদের আখের গোছান : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক: 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, যারা টাকা দিয়ে ভোট কিনে জনপ্রতিনিধি হন, তারা জনসেবা করেননা, নিজেদের আখের গোছান । জন প্রতিনিধিদেরকে জনসেবার ব্রত নিয়ে কাজ করতে হবে। টাকা দিয়ে ভোট কিনে জনসেবা করার দরকার নেই। নির্বাচনে টাকার খেলা বন্ধ হলে দেশ আরও এগিয়ে যাবে, সমৃদ্ধশালী হবে।

তিনি রোববার বিকালে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি আরও বলেন, যারা ভোটের জন্য মানুষের পায়ে ধরে, তারা পাশ করলে ঘাড়েও ধরতে পারে। সেজন্য জনগণকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জন প্রতিনিধিরা সৎ হলে সরকারি কর্মকর্তারাও সৎ হতে বাধ্য। রাষ্ট্রপতি নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। জন প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জনগণকে প্রতারিত করা যাবেনা।

অধ্যক্ষ আবদুল হকের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তৃতা করেন মোঃ আফজাল হোসেন এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান প্রমুখ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১২-০৩-২০১৭ইং/ অর্থ 

Tags: