muktijoddhar kantho logo l o a d i n g

অপরাধ

১৬ মাস পর শিশু পরশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ 

দীর্ঘ ১৬ মাস পর চাঞ্চল্যকর শিশু পরশ হত্যা মামলার প্রধান আসামি ফিরোজ গাজীপুরে গ্রেপ্তার হয়েছে।

দিনাজপুরের ডিবির এসআই বজলুর রশিদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৪টায় গাজীপুরের কোনাবাড়ীতে অভিযান চালায়। সেখান থেকে ঘোড়াঘাট উপজেলার কাদিমনগর গ্রামের কেশব চন্দ্র সাহার ৪ বছরের শিশুপুত্র পরশ হত্যা মামলার প্রধান আসামি ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করে।

২০১৫ সালের ১১ নভেম্বর ৪ বছরের শিশু পরশকে ফিরোজ হোসেনের নেতৃত্বে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করা হয়। শিশু পরশের লাশ ১৩ নভেম্বর ঘোড়াঘাট কেন্দ্রীয় কবরস্থানের কাছ থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত পরশের বাবা কেশব চন্দ্র সাহা ফিরোজসহ ৭ জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) ইমতিয়াজ আহমেদ চাঞ্চল্যকর মামলাটি তদন্ত করে এজাহারভুক্ত ৭ আসামিসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। ইতিপূর্বে ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

ফিরোজ গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার ১২ জন আসামিকেই পুলিশ গ্রেপ্তার করল। চাঞ্চল্যকর শিশু পরশ হত্যা মামলাটি দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

Tags: