muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি সোমবার পরিস্কার পরিচ্ছন্ন দিবস পালন

তাহমিনা ইসলাম ঊর্মি, ভ্রাম্যমাণ প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি সোমবার সকাল ৯.০০টা থেকে ১০.০০টা র্পযন্ত এই এক ঘন্টা “shining day” বা পরিস্কার পরিচ্ছন্ন দিবস পালন করা হয়।

এই পরিস্কার পরিচ্ছন্ন দিবসটিতে ৩/৪ জন ঝাড়ুদার থাকা সত্বেও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও প-প কর্মকর্তা ডাঃ মো সাইদুজ্জামান এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বদরুল হাসান ও কর্মচারীবৃৃন্দ এতে অংশগ্র্রহণ করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনা প্র্রতিদিন ঝাড়ু দেয়া সত্ত্বেও এই একদিন তারা বিশেষ ভাবে এই দিনটা পালন করে থাকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্উধ্বতন কর্মকর্তাদের ধারনা, তাদের এই দিন “shining day” বা পরিচ্ছন্ন দিবস পালন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির পাশাপাশি, এই উপজেলার সকল মানুষের মাঝে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশের মনোভার সৃষ্টি হবে।

এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের মতো যদি দেশের প্র্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ানে এ রকম পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে স্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি রোগ জীবানু মুক্ত পরিচ্ছন্ন দেশ পাওয়া যাবে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৪-মার্চ-২০১৭ইং/নোমান

Tags: