muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

হোসেনপুর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারকে আর্থিক অনুদান প্রদান

ওমর ফারুক খান জনি, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মাঝে আর্থিক অনুদান, ঢেউ টিন ও চাউল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে এসব ত্রাণ বিতরণ করেন জাতীয় সংসদের সংরক্ষিত কিশোরগঞ্জ-২০ আসনের সংসদ সদস্য দিলারা বেগম আছমা।

এসময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিনা সারোয়ার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল, পৌর মেয়র মোঃ আঃ কাইয়ুম খোকন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নান্নু মোল্লা, সাবেক যুবলীগ সভাপতি এম এ হালিম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আল আমিন অপুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ অগ্নিকান্ডের ঘটনায়  কিশোরগঞ্জ জেলা প্রশাসকের ঘোষণা অনুযায়ী প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৬ হাজার টাকা , দুই বান্ডিল ঢেউ টিন ও ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২১-মার্চ-২০১৭ইং/নোমান

Tags: