muktijoddhar kantho logo l o a d i n g

বিশেষ প্রতিবেদন

রায়পুরে শত বছরের ঐতিহ্য বহন করছে লুধুয়া ভূঁইয়া বাড়ি মসজিদ

শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা :

একশ বছরের প্রাচীন ঐতিহ্য বহন করছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার লুধুয়া ভূঁইয়া বাড়ি জামে মসজিদটি। নিয়মিত এখানে লুধুয়া ও আশপাশ এলাকার লোকজন নামাজ আদায় করেন। নান্দনিক ও প্রাচীন কারুকাজ সমৃদ্ধ হওয়ায় মসজিদটি দেখতে বিভিন্ন এলাকার লোকজন আসেন। এটি কেরোয়া ইউনিয়নে প্রাচীন ঐতিহাসিক ও প্রত্ত্বাতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ মসজিদ হিসেবে পরিচিত।

লুধুয়া গ্রামের প্রবীণ তিন ব্যাক্তি জানায়, এ জামে মসজিদটির স্থায়িত্বকাল একশ বছরের মতো। এখানে পূর্ব-পুরুষদের ধর্মীয় অনেক স্মৃতি রয়েছে। মসজিদটি প্রাচীন স্থাপনা হিসেবে নতুন প্রজম্মের কাছে গুরুত্ব রয়েছে। জানতে চাইলে লুধুয়া ভূঁইয়া বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোনাব্বর হোসেন ভূঁইয়া বলেন, ভূঁইয়া বাড়ির পূর্ব-পুরুষরা এখন থেকে একশ বছর আগে মসজিদটি নির্মান করেছিলেন। স্থানীয়ভাবে মসজিদটি ঐতিহাসিক ও প্রত্ত্বাতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১০-এপ্রিল-২০১৭ইং/নোমান

Tags: