muktijoddhar kantho logo l o a d i n g

কটিয়াদী

কটিয়াদীতে পাঁচ শতার্ধিক পাঠাবলি অনুষ্টিত, এ যেন এক বিশাল কান্ড

আতিকুর রহমান কাযিন, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ 

কটিয়াদীতে হিন্দু সম্প্রাদয়ের সর্ববৃহত উৎসব মহামায়া পূজা উপলক্ষে পাঁচ শতার্ধিক  পাঠাবলি দেওয়া হয়েছে। হিন্দু সম্প্রাদয়ের পহেলা বৈশাখ আজ শনিবার কটিয়াদী বাজারে মহামায়া দেবীলয়ে হিন্দুদের মানত হিসেবে পাঁচ শতার্ধিক  পাঠাবলি দেওয়া হয়েছে। এতে মোট ৪ জন জল্লাত- এ পাঠাবলি কাজে নিয়োজিত ছিলেন। মহামায়া দেবীলয়ের মন্দির পরিচালনা কমিটি সভাপতি বাবু দিলীপ কুমার ঘোষ জানায় এটি চারশত বছরের বৎসরের ঐতিহ্য। পাঠাবলি উপলক্ষে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি)  জাকির রব্বানী ব্যাপক নিরাপত্রা ব্যাবস্থা করেছেন।

মহামায়া পূজা উপলক্ষে (কটিয়াদী -পাকুন্দিয়া) আসনের জাতীয় সাংসদ সদস্য এ্যাড.সোহরাব উদ্দীন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.এম এ আফজল, উপজেলা চেয়ারম্যান মো.আবদুল ওয়াহাব আইন উদ্দিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম,নেতা ডা.মোস্তাকুর রহমান সহ অন্য নেতৃবৃন্দ পরিদর্শন করেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৫-০৪-২০১৭ইং/ অর্থ 

Tags: