muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

দাসিয়ার ছড়ায় চলছে লোডশেডিং মেলা

নাইমুর রহমান,দাসিয়ার ছড়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
গত ২৯ তারিফ রাত ৯ টার দিকে শুরু হয় প্রবল বজ্রঝর সহ শীলা বৃষ্টি। এরই মধ্যে বিদুৎ চলে গিয়েছিল। এতে খুদ্ধ নয় দাসিয়ার ছড়ার মানুষ। কিন্তু বিদুৎতো পরদিন দিতে হবে, না পরদিনো মেলেনি বিদুৎ। আজ ০১ তারিফ এখনো মেলেনি বিদুৎ।
গত দিনগুলোর কথা বলতে গেলে রীতিমত সবগুলো ঘটনাই এক। সামান্য বৃষ্টি বা বাতাস হলেই ২-৩ দিন দেখা মিলছে না বিদুৎের।
অবাক হলেও সত্যি,খোজ নিয়ে জানা যায় শুধু দাসিয়ার ছড়ায় এরকম লোডশেডিং হচ্ছে, পাশের দুটি এলাকা গংগারহাট,ফুলবাড়িতে এরকম কোন ঘটনা চোখে পড়েনি।
দীর্ঘ ৬৮ বছরের বঞ্চনার পর ২০১৫ সালের অক্টোবরে দেশ নেত্রী শেখ হাসিনার এটিকে বাংলাদেশ হিসেবে ঘোষনা করেন। তার কয়েক মাস পর থেকেই দাসিয়ার ছড়ায় মানুষকে আলো দেখানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাসিয়ার ছড়ায় বিদুৎের সংযোগ দেন।
কিন্তু আজকাল সামান্য বৃষ্টি হলেই বিদুৎ পাওয়া যেন “অমাবস্যার চাদের” মতো হয়ে গেছে। এই বিদুৎ বিভ্রাটের হাত থেকে বাচঁতে চায় দাসিয়ার ছড়ার মানুষ।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১-মে-২০১৭ইং/নোমান

Tags: