muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আখাউড়ায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর এক জনসমাবেশে অংশগ্রহণ

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।। 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজমপুরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর জনসমাবেশ অনুষ্ঠিত। আজ বিকেল সাড়ে চারটায় মন্ত্রী উক্ত জনসমাবেশে উপস্থিত হয়। আখাউড়া উওর ইউনিয়নের উদ্যোগে জঈীবাদ ও মাদক বিরোধী জনসমাবেশে প্রধান অতিথি মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী  এ্যাডভোকেট জনাব আনিসুল হক এম.পি  উক্ত সমাবেশে অংশগ্রহণ করেন। উক্ত সমাবেশে বিশেষ অতিথি অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক  জনাব রেজাওনুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার জনাব মিজানুর রহমান পিপিএম। আরোও বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন লেঃ কর্ণেল শাহ আলী,  অধিনায়ক ১২ ব্যাটালিয়ন  বিজিবি সরাইল। আরোও  উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া থানা অফিসার ইনচার্জ মোশারফ  হোসেন তরফদার,  উপজেলার ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন,  আখাউড়া শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ জনাব জয়নাল আবেদীন ও উপজেলার মুক্তিযোদ্দা কমান্ডার মোঃ আবু ছায়েদ মিয়া।আখাউড়া উওর ইউনিয়নের ০৮ ওয়ার্ডের  ওয়ার্ড মেম্বার মোঃ মাফিজ উদ্দিন এবং উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিগণ।  উক্ত সমাবেশে সভাপতি করেন আখাউড়া উওর ইউনিয়নের চেয়ারম্যান  জনাব আব্দুল হান্নান ভূইয়াঁ। মাননীয় আইনমন্ত্রী  এ্যাডভোকেট জনাব আনিসুল হক এম.পিকে প্রথমে ক্রেসট তুলে দেন আখাউড়া উওর ইউনিয়নের চেয়ারম্যান  জনাব আব্দুল হান্নান ভূইয়াঁ। তারপর উক্ত সমাবেশে শ্রোতাদের উদ্দেশ্যে  মাননীয় আইনমন্ত্রী  এ্যাডভোকেট জনাব আনিসুল হক এম.পি  বলেন মাদক হল একটি দেশের অভিশাপ। মাদক থেকে আজকের যুব সমাজকে রক্ষা করতে যা -যা দরকার তিনি তা করবেন। এবং তিনি খুশি হয়েছেন এই দেখে যে আখাউড়া উপজেলার অনেক মাদকব্যবসায়ী মাদকব্যবসায় ছেড়ে দিয়েছেন।এবং তিনি তাদের ফুল দিয়ে বরণ করেন যাতে তারা সুন্দরভাবে তাদের জীবন শুরু করতে পারে। এবং তিনি আরোও বলেন যে আখাউড়া উন্নয়নে যা প্রয়োজন তা তিনি করবেন ও মাদকব্যবসায় ত্যাগকারী লোকজনকে পুর্ণবার্সন করবেন। শ্রোতাদের মাঝে আরোও অন্যান অতিথিগণ মাদক ও জঈীবাদের ব্যাপারে বক্তব্য দেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০৫-২০১৭ইং/ অর্থ 

Tags: