muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জের হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতি পূরনের দাবিতে সমাবেশ

ভ্রাম্যমাণ প্রতিনিধি :

হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত জিরাত কৃষক সহ সকল কৃষকের ক্ষতি পূরনের দাবিতে আজ (১০মার্চ) সকাল ১০টার পর রংমহল চত্বরের সামনে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কিশোরগঞ্জ শাখার পক্ষ থেকে এক সমাবেশ হয়।

উক্ত সংস্থা থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকেরর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদানের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

এছাড়া সকল দাবির মধ্য ছিলো–

* হাওরসহ আগাম বন্যার ক্ষতিগ্রস্ত অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষনা করা।
* ক্ষতিগ্রস্ত জিরাতী কৃষকসহ, বর্গাচাষী ও পওনগ্রহীতা চাষীদের ক্ষতিপূরণ দেওয়া
* কৃষি ঋণ, এনজিও ঋণ ও মহাজনী ঋন মওকুফ করা এবং কৃষকদের নতুন করে সুদ মুক্ত কৃষি ঋণদান।
* কৃষক, ক্ষেতমজুরসহ ক্ষতিগ্রস্ত এলাকার সকল মানুষকে আগামী বোরো মৌসুম পর্যন্ত চাল,ডাল,তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস রিলিফ     দাওয়া এবং সরকারি সাহায্য বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চত করা।
* জলমহাল ইজারা প্রথা বাতিল করা।
* নদী পুনঃখনন ও বেড়িবাঁধ প্রকল্পের টাকা লুটপাটকারি এবং পানি উন্নয়ন বোর্ড দায়ী সকর্মকতাদেদের ও বিচার করা।

পরবর্তিতে তারা সমাবেশ শেষে মিছিল করে উক্ত সমাবেশ শেষ করে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১-মে-২০১৭ইং/নোমান

Tags: