muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

গাবতলীতে বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান : নারী শিক্ষার অগ্রগতির জন্য দেশ সমৃদ্ধ হচ্ছে

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধিঃ

রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নূর-উর-রহমান বলেছেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি ততো উন্নত। একটি শিক্ষিত জাতি গঠনে সে দেশের মা’য়েদের শিক্ষিত হতে হবে। বর্তমান সরকার নারী শিক্ষার প্রতি বেশি বেশি গুরুত্ব দিচ্ছে। নারী শিক্ষার অগ্রগতির জন্য দেশ সমৃদ্ধ হচ্ছে। উপবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ছে। শিক্ষার্থী ঝড়ে পড়ার প্রবনতা কমেছে। আগামী দুই-এক বছরের মধ্যে দেশ একটি মধ্যম আয়ের দেশে পরিনত হবে। এজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মাদক সমাজের একটি ভয়ানক ব্যাধি। তাই সমাজ থেকে এই জীবন ধ্বংসকারী মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি সচেনতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, উন্নত রাষ্ট্র গঠনে বড় বাধা হলো বাল্যবিয়ে। বাল্যবিয়ে রোধে আইনের পাশাপাশি সকলকে একযোগে কাজ করতে হবে। যাতে করে কোন ভাবেই অসচেতন অভিভাবকরা তাদের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বাল্যবিয়ে দিতে না পারে। বাইসাইকেল বিতরণের কারণে মেয়েদের লেখাপড়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে। আজ বুধবার বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের উদ্যোগে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউএনও মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার বিদায়ী জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন, জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, বিএমএ বগুড়া’র সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু ও উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খান। ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সুমাইয়া ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ, এসিল্যান্ড রামকৃষ্ণ বর্মন, জেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি লতিফুল বারী মিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হুমায়ন আলম চাঁন্দু, সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আমায়াত উল হাসিন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান শহীদ সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী আক্কাস আলী, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুল হামিদ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন।

 
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১০-০৫-২০১৭ইং/ অর্থ 

Tags: