muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে দুই শিশু দগ্ধ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :

রাজধানীর মগবাজার এলাকার একটি ভবনরে পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দুই শিশু দগ্ধ হয়েছে। তারা দুই ভাই। তাদের নাম সাজ্জাদ হোসেন বাপ্পি (১২ ) ও সাবদি হোসনে আবরি (৭)।

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের চাচা সিদ্দিকী জানান, বাপ্পি ও আবরি সকাল ১০টার দিকে বাসায় বারান্দায় খেলছিল। এসময় বাসার নিচে একটি দোকানে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যইে তারা দগ্ধ হয়। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে তাদের ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় দুপুরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধ সাজ্জাদ হোসেন বাপ্পি স্থানীয় ন্যাশনাল ব্যাংক স্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং সাবদি হোসনে আবরি (৭)  হলি চাইল্ড স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

দগ্ধ দুই ভাই রাজধানীর বড় মগবাজার রেলগেইট সংলগ্ন ৬০২ নম্বর বাড়ির ছয় তলা ভবনের চতুর্থ তলায় বাবা-মায়ের সঙ্গে থাকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের  আবাসিক সার্জন ডা. পার্থ  শংকর পাল জানান, বাপ্পীর  শরীরের ১৮ শতাংশ ও আরবির ১২ শতাংশ দগ্ধ হয়েছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১-মে-২০১৭ইং/নোমান

Tags: