muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত॥ গাংগাইল ইউনিয়ন নিয়ে বিশেষ আলোচনা

নান্দাইল (ময়মনসিংহ)  প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার (১১ মে) উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা নিবার্হী অফিসার ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে কমিটির উপদেষ্ঠা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন উপস্থিত ছিলেন। সভার শুরুতেই নান্দাইল মডেল থানার নব যোগদানকারী অফিসার ইনচার্জ সরদার মোঃ ইউনুস আলী তাঁর পরিচয় পর্বে নান্দাইল উপজেলাকে জুয়া, মাদক ও জঙ্গীবাদ মুক্ত করার অঙ্গিকার করেন। এরজন্য তিনি জনপ্রতিনিধি ও সাংবাদিক সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, মোঃ ফজলুল হক ভূইয়া, মোঃ এনামূল হক বাবুল, গাংগাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান খোকন, খারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুল হাসনাত মিন্টু, সিংরইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম প্রমূখ। সভায় গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের কথিত মামলাবাজ মহিলা শামছুন্নাহার সরবুলা কর্তৃক গ্রামের নীরিহ লোকজনের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শহিদ মিয়া ও বারুইগ্রাম মাদরাসার শিক্ষক মাওলানা জালাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা দায়ের নিয়ে সভায় বিশদ আলোচনার পর মিথ্যা মামলার ফাইনাল রিপোর্ট প্রদান সহ মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীনি শামছুন্নাহার সরবুলার বিরুদ্ধে ২১১ ধারায় মামলা দায়েরের জন্য থানা প্রশাসনের প্রতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী সর্বসম্মতিক্রমে আহবান জানান। সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী নান্দাইলের আইন শৃঙ্খলা উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান। তিনি নবাগত অফিসার ইনচার্জ এর প্রতি নান্দাইলের আইন শৃঙ্খলা উন্নয়নে কাজ করার আহবান জানান। সভায় নান্দাইলের মার্চ/ এপ্রিল মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন নবাগত অফিসার ইনচার্জ সরদার মোঃ ইউনুস আলী।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১১-০৫-২০১৭ইং/ অর্থ 

Tags: