muktijoddhar kantho logo l o a d i n g

ইসলামের কথা

“নামা‌জের আহবান” : ***রহমান মাসুদ***

সাহিত্য ও সংস্কৃতিঃ  

“নামা‌জের আহবান”
*** রহমান মাসুদ***
সারা বিশ্বের অগ‌নিত মুসলমান
নামা‌জ পড়ার উদার্ত আহবান,
তা‌তেই প্রকাশ স্রষ্টাই শ্রেষ্ঠ,মহান
তাঁকেই অর্পণ বান্দার মন-প্রাণ।
মওলার দেখা য‌দি পে‌তে চাও
নামা‌জের কদর অন্ত‌রে বাড়াও,
নামাজ ছাড়া মিল‌বেনা কভু মু‌ক্তি
হাশ‌রের ময়দা‌নে টিক‌বেনা যু‌ক্তি।
নবী(সাঃ)এর সা‌থে র‌বের সাক্ষাত
নি‌য়ে এলো পাঁচ ওয়াক্ত সালাত,
উম্মত‌কে এই উপহার দি‌লেন স্রষ্টা
পালন কর‌বো দি‌য়ে ভ‌ক্তি ও নিষ্ঠা।
সদা সর্বদা ফরজ নামা‌জে যত্নবান
পাঁচ ওয়াক্ত মস‌জি‌দে অবস্হান,
তা পাল‌নে হ‌বে না কভু গা‌ফিলতি
হেলায় করবো না পরকা‌লের ক্ষ‌তি।
ফরজ নামাজ র‌বের ক‌ঠিন নি‌র্দেশ
ছে‌ড়ে দি‌লে অচি‌রেই সব নিঃ‌শেষ,
ঘ‌রে বা‌হি‌রে শত ব্যস্ততা বা সফ‌রে
নামাজ কাজার স্হান নেই অন্ত‌রে।
নামা‌জেই মে‌লে চির মু‌ক্তি ও শা‌ন্তি
দুর‌ীভূত সকল ঝা‌মেলা ও বিভ্রা‌ন্তি,
হৃদ‌য়ে প্রবা‌হিত বে‌হে‌স্তের হাওয়া
দু‌নিয়া‌র জীব‌নেও স্বর্গ সুখ পাওয়া।
কাজ‌কে বল‌বো নামাজ আছে
সময়মত দন্ডায়মান ইমা‌মের পি‌ছে,
দে‌খে ইব‌লিশ শয়তানের মহা ক্রন্দন
বৃথা যা‌চ্ছে খোদার কা‌ছে করা পণ।।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১১-০৫-২০১৭ইং/ অর্থ  

Tags: