muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

হোসেনপুরে ইউপি কমপ্লেক্স নির্মানের মাধ্যমে নাগরিক সুবিধা বৃদ্ধি

ওমর ফারুক খান জনি, নিজস্ব প্রতিবেদক: 

হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়ন পরিষদের নবগঠিত কমপ্লেক্স নির্মানের মাধ্যমে ইউনিয়ন বাসীর নাগরিক সুবিধা বৃদ্ধি পেয়েছে। গত অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৮৯ লাখ টাকা ব্যয়ে পুমদী ইউনিয়নে অত্যাধুনিক দ্বিতল কমপ্লেক্স ভবন নির্মান কাজ সমাপ্ত হয়েছে।
কমপ্লেক্সে চেয়ারম্যানের রুম, সচিবের রুম, হল রুম, ইউপি সদস্য রুম, ষ্টোর রুম, অফিস রুমসহ বিভিন্ন স্যানিটেশন ব্যবস্থা চালু রয়েছে।
ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হাসান জানান, কমপ্লেক্স নির্মানের ফলে গ্রাম আদালত পরিচালনা এবং তথ্য সেবার মান বৃদ্ধি পেয়েছে।
ঠিকাদার শফি উদ্দিন সরকার বাচ্চু ও উপজেলা প্রকৌশলী এ.জেড.এম রাকিবুল হাসান নবনির্মিত কমপ্লেক্সটি ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হাসানের নিকট হস্তান্তর করেছেন।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১১-০৫-২০১৭ইং/ অর্থ 

 

Tags: