muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জ লতিবাবাদ চক্ষু হাসপাতালে নারীদের প্রশিক্ষণ সম্পন্ন

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদকঃ 

কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল লতিবাবাদ সম্মেলন কক্ষে চক্ষু স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রশিক্ষনে ১৫ জন মহিলা মেম্বারকে চক্ষু বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন মাসুদা খাতুন শেফালী, নির্বাহী পরিচালক, নারী উদ্যোগ কেন্দ্র ও কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লাহ আল মাসুদ,বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: কামরুন্নাহার লুনা।

প্রশিক্ষনে গ্রামের নারী উদ্যোগ কেন্দ্রের অংশ হিসেবে পুষ্টিহীনতায় নারীদের চক্ষু রোগের স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা প্রদানে নিশ্চয়তা বিষয়ক তথ্য দেয়া হয়। নারী স্বাস্থ্যের খোঁজ-খবর নেয়া একান্ত প্রয়োজন। এ বিষয়ে অধিকার নিশ্চিত করার জন্যে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নারীদের অংশগ্রহণের মাধ্যমে নারী অধিকার নিশ্চিত করতে হবে। সুতরাং এ অধিকার আদায় করতে হলে নারীদেরকে শিক্ষিত এবং দায়িত্বশীল হতে হবে বক্তারা জানান।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৩-০৫-২০১৭ইং/ অর্থ 

Tags: