muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

রমজান মাসে ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্ট: 

রমজান মাস উপলক্ষে সময়সূচি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, রমজান মাসে দেশের সব ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ সময় নির্ধারণ করে এক বিবৃতিতে জানিয়েছে। ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের যুগ্ম-পরিচালক ইফতেখার উদ্দিন আহমদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, কর্মদিবসে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের নামাজ বিরতি পাবেন। শুক্র ও শনিবারগুলো ব্যাংকগুলোতে সাপ্তাহিক ছুটি অব্যাহত থাকবে।

তবে ব্যাংক ছাড়া অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যও রমজান মাসের অফিস সময়সূচি একই রকম থাকবে।

রমজানের পর আর্থিক প্রতিষ্ঠানসমূহের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Tags: