muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় চলছে লাইফ সার্পোটে

মবিনুর মিয়া, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ 

তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় বিভিন্ন সমস্যায় জর্জরিত জানা যায়।তাহিরপুর উপজেলা সদরে ১৯৫০ সালে বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়।প্রতিষ্ঠার পর ১৯৫৪ সালে নিম্নমাধ্যমিক এবং ১৯৬০ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স¦ীকৃতি পায়। ১৯৮৭ সালে ২৭ আগস্ট বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়ে রয়েছে শিক্ষক সংকট। ৯জন শিক্ষকের মধ্যে বর্তমানে পাঠদানে আছেন ৪জন । কাগজপত্রে বিদ্যালয়ে শিক্ষক আছেন ৬ জন। দু’জন শিক্ষক ডেপুটেশনে রয়েছেন অন্যত্র। তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে র্বতমানে ৭শ ১০জন শিক্ষার্থী অধ্যয়ন করেছে। বিদ্যালয় সুত্রে জানা যায় ,শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক ১৫ এপ্রিল২০১৫ সাল থেকে কর্মস্থলে অনুপস্থিত। তিনি বর্তমানে কোথায় আছেন ,তা জানেন না বর্তমান প্রধান শিক্ষক।ইসলাম র্ধম বিষয়ক শিক্ষক নুরুল ইসলাম দু’বছর ধরে ডেপুটেশনে কর্মরত রয়েছেন সিলেট আলীয়া মাদ্রাসায় ।বাংলা,গণিত,বিঙ্গান ও ভুগোলের শিক্ষক পদটি শূন্য থাকায় পাঠগ্রহন থেকে বি ত হচ্ছে শিক্ষার্থীরা।অপরদিকে অফিস সহকারীর ১টি পদের মধ্যে ১টি শূন্য ।অফিস সহায়কের ২টি পদের মধ্যে ১টি আছে,অন্যটি শূন্য রয়েছে। অভিভাবক শফিকুল ইসলাম বলেন,তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে মারাত্মকভাবে লেখাপড়া ক্ষতি হচ্ছে। এবারের এস. এস.সি পরীক্ষা ছাড়াও ভাল ফলাফলের দিকে সব সময়েই পিছিয়ে রয়েছে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। বেসরকারি স্কুগুলোর সঙ্গে ফলাফলে কুলিয়ে উঠতে পারছে না হাওর অ লের একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়টি। তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হেকিম ফকির বলেন,শিক্ষক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করেছি।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ বলেন,শিক্ষক নিয়োগ দেয়ার পরে অনেক শিক্ষক ডেপুটেশনে অন্যত্র চলে যান।ফলে বিদ্যালয়টিতে শিক্ষক সংকট দেখা দিয়েছে । বিষয়টি আমি উধর্¦তন কতৃপক্ষকে অবহিত করেছি।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২০-০৫-২০১৭ইং/ অর্থ 

Tags: