muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

পত্নীতলায় উদ্ভাবনী উপায়ে বাল্যবিবাহ নিরোধে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মনিরুজ্জামান মুন্না,(পত্নীতলা) নওগাঁঃ

২২ মে ২০১৭ পত্নীতলা উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি ”উদ্ভাবনী উপায়ে বাল্যবিবাহ নিরোধ বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নিশ্চিত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার বাল্যবিবাহ নিরোধ। সে লক্ষ্যে উপজেলার নির্বাচিত জন-প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, নিকাহ রেজিষ্ঠার, মসজিদের ইমাম,এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেকের পরিচালনায় এবং গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ)প্রধানমন্ত্রীর কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গার্ল সামিটে বাল্যবিবাহ নিরোধে সুনির্দিষ্ট তিনটি অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া জাতিসংঘ ঘোষিত ‘টেকসই উন্নয়ন অভীষ্ট-৫’ এ লিঙ্গ সমতা অর্জন এবং কন্যাশিশু ও নারীর ক্ষমতায়ন এর আওতায় লক্ষ্য- ৫.৩ এ শিশুবিবাহ, বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহ ইত্যাদি অশুভ প্রবণতা এবং এর ফলে সৃষ্ট স্বাস্থ্যগত ও সকল ক্ষতিকর প্রভাব নির্মূলকরণ এর বিষয়টি উল্লেখ রয়েছে। বাল্যবিবাহ নিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্য নিয়ে গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) ২০১৪ সাল থেকে বাল্যবিবাহ নিরোধে কাজ করে আসছে। এ কার্যক্রমের অংশ হিসেবে পত্নীতলা উপজেলায় উদ্ভাবনী উপায়ে বাল্যবিবাহ নিরোধ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। উক্ত প্রশিক্ষণকে সাফল্যমন্ডিত করার লক্ষ্য নিয়ে উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও উপ সচিব মো: আব্দুর রফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর প্রতিটি ধারা আলোচনা পর্যালোচনা এবং প্রশ্নোত্তরের মাধ্যমে স্বচ্ছ হয়ে ওঠেন। প্রশিক্ষণে উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ, ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা ও হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মাযাহারুল ইসলাম, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বক্তব্য পেশ করেন। প্রশিক্ষণের মধ্যদিয়ে পত্নীতলা উপজেলা থেকে বাল্যবিবাহ নিরোধে নিজ নিজ অবস্থান তুলে ধরে প্রশিক্ষণার্থীগণ মতামত পেশ করেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-০৫-২০১৭ইং/ অর্থ 

Tags: