muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

রমজান ও ঈদুল-ফিতরকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ঢাকা: আসন্ন পবিত্র রমজান ও ঈদুল-ফিতরকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ জন্য পুলিশের প্রতিটি সদস্যকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। 
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ‘রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা’ শীর্ষক এক সভায় তিনি এ নির্দেশ দেন।’

সভায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য করে আইজিপি বলেন, ‘মহাসড়ক যানজট মুক্ত রাখা এবং সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি, থ্রি হুইলার এবং ইজিবাইক ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে। সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের সুবিধার্থে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোন যানবাহন তল্লাশি করা যাবে না। মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনে হাইওয়ে এবং জেলা পুলিশ বিশেষ তৎপর থেকে দায়িত্ব পালন করবে। আর ফরমালিন ও রাসায়নিক উপাদান মিশ্রিত ফল, ভেজাল ইফতার ও অন্যান্য খাদ্যদ্রব্য বিরোধী মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। একইসঙ্গে  নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে পবিত্র রমজান ও ঈদ উদযাপন নির্বিঘœ করতে হবে।’

শহীদুল হক বলেন, ‘রমজান মাসে সার্বিক আইনশৃঙ্খলা, ট্রেন, বাস ও লঞ্চের নিরাপদ চলাচল ও যাত্রীদের নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা, ঈদ জামায়াতের নিরাপত্তা এবং জাল টাকার অপব্যবহার রোধ সম্পর্কে সজাগ থাকতে হবে। চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে পকেটমার ও অজ্ঞান পার্টির তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ ব্যবস্থার আওতায় রাখতে হবে। আর বড়-বড় শহরে বিপণী বিতান ও শপিংমল যথাসম্ভব সিসি ক্যামেরার আওতায় এনে কমিউনিটি পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি এবং মোবাইল ফোনে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য এবং ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট অথবা গুজব ছড়ালে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে হবে। টিকিট কালোবাজারী প্রতিরোধে পুলিশ, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এবং কমিউনিটি পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এ সময় সব রেঞ্জের ডিআইজি, জেলার এসপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: