muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রাজশাহী নগরের সোনাদিঘি দখল মুক্ত করতে তদন্তের নির্দেশ

পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ 

রাজশাহীর সোনাদীঘি দখল মুক্ত করা এবং হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য একটি প্রতিবেদন স্থানীয় সরকার বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা উপস্থাপন করেছেন।

এরই প্রেক্ষিতে স্থানীয় সরকার বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করেছে। শুধু তাই না বিষয়টি তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক শ্যাম কিশোর রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী সিটি করপোরেশন মালিকাধীন সোনাদিঘী জলাধারে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে আগামি ২৯ মে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)ও সরেজমিনে বেলা ১১টায় তদন্ত করা হবে।

বিজ্ঞপ্তিতে এবিষয়ে তথ্য প্রমাণসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য জানানো হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৬-০৫-২০১৭ইং/ অর্থ 

Tags: