muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

ভ্যাট শুরু থেকেই ১৫ শতাংশ আছে এবং ১৫ শতাংশই থাকছে : অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টঃ 

একদিনের ব্যবধানে আবার বদলে গেলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘২০১৭-১৮ অর্থবছরের প্রথম দিন থেকে যে নতুন ভ্যাট আইন কর্যকর হচ্ছে, সেখানে ভ্যাটের হার ১৫ শতাংশই থাকছে। এ হার কমানো যাবে না।’ শনিবার সচিবালয়ে আসন্ন বাজেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী  বলেন, ‘ভ্যাট শুরু থেকেই ১৫ শতাংশ আছে। আর কমালেও তো ১/২ শতাংশ কমাতাম। তাতে আর কী লাভ হতো? কারণ শুরু থেকেই তো এটা আছে। তবে আগামী বাজেটে বিদ্যমান ভ্যাটের আওতা থেকে বের করে নিয়ে আসা হবে।’ তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘এই সরকারের অন্যতম কৃতিত্ব হচ্ছে ৯৫ হাজার কোটি টাকা থেকে বাজেটকে চার লাখ কোটি টাকার বেশিতে নিয়ে যাওয়া। এর পরের বাজেট হবে ৫ লাখ কোটি টাকার মতো।’

এবারের বাজেটে মানবসম্পদে আগের চেয়ে অনেক বেশি জোর দেওয়া হবে। এ খাতে বরাদ্দও বাড়বে। কৃষি খাত বরাদ্দ আগের বছরের মতোই থাকবে।

এবারের বাজেট চার লাখ কোটি টাকার চেয়ে কিছুটা বেশি হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট অঙ্কটা বলছি না।’

Tags: