muktijoddhar kantho logo l o a d i n g

দূর পরবাস

কাতারের আল খোরে প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশি তরুণ নিহত

মোঃ দ্বীন ইসলাম খাঁন, কাতারঃ  
কাতারেরর আল খোরে সড়ক দুর্ঘটনায় মো. আকরাম হোসেন (২৭) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। সোমবার (২৯ মে) রাতে কাতারের আল খোর হাইওয়ে রোডে একটি প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহত তরুণ মো. আকরাম হোসেন চট্টগ্রামের সন্দ্বীপ থানার মাইটভাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শেখ সুকানির বারী মোক্তাদের জামানের ছেলে। নিহতের মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি কাতারে বিন শুক গ্রুপ কোম্পানিতে কর্মরত ছিলেন। চার বছর আগে এই কোম্পানিতে চাকরি নিয়ে তিনি কাতারে আসেন।
নিহতের বড় ভাই কাতার প্রবাসী ইকবাল হোসেন মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, সোমবার রাতে ইফতার করে বাসা থেকে আল খোরে ঘুরতে যাওয়ার পথে হাইওয়ে রোডে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই তার ভাই নিহত হয়। রাতে বাসায় না ফেরায় ও মোবাইল ফোন বন্ধ পাওয়ার কারণে মঙ্গলবার সকালে কাতারের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। এরপর কাতার পুলিশের সাহায্য নিলে আল খোর হামাদ হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়।
কাতার বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলামমুক্তিযোদ্ধার কন্ঠকে  জানান, নিহতের মরদেহ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে।
ধাক্কা দেয়া ওই প্রাইভেট কারের মালিকের কাছ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

 

মুক্তিযোদ্ধার  কন্ঠ ডটকম/৩০-০৫-২০১৭ইং/ অর্থ  

Tags: