muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

প্রকাশিত প্রতিবাদ বিজ্ঞপ্তি’র প্রতিবাদ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্ক ।। 

গত ১৯ মে ২০১৭ ইং তারিখ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ৩ পৃষ্টায় প্রকাশিত “মুক্তিযোদ্ধার কণ্ঠ এবং দৈনিক নয়া দিগন্ত প্রত্রিকায় প্রকাশিত খবরের প্রতিবাদ প্রসঙ্গে। ”শিরোনামে প্রতিবাদ বিজ্ঞপ্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । গত ১০ মে জেসন ফার্মাসিউটিক্যালস্ লিঃ এর নিজেদের উৎপাদনকৃত ভেজাল হিস্টাসিন্ সিরাপ পান করে আমার ৫ বছরের শিশু পুত্র তাসিন গুরুত্বর অসুস্থ্য হয়ে দীর্ঘদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।জেসন ফার্মাসিউটিক্যালস্ লিঃ এর ভেজাল ঔষুধের দোষ ঢাকতে প্রত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করিয়েছে। জেসন ফার্মাসিউটিক্যালস্ লিঃ এর কিশোরগঞ্জ উত্তর এরিয়া ম্যানেজার আহম্মেদ আলী গত ১৩ মে কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর বাজারস্থ রিতু মেডিকেল হলে গিয়ে জেসন ফার্মাসিউটিক্যালস্ লিঃ এর উৎপাদনকৃত ১০০ মিলি ২ টি হিস্টাসিন্ সিরাপ যাহার বেইজ নং -১৫২ জব্দ করার সময় লিখিত দিয়েছেন যে, তাদের কোম্পানীর উৎপাদনকৃত হিস্টাসিন্ সিরাপটি তাদের উৎপাদনকৃত আর একটি ঔষুধ পভিসেফ কালারের মত দেখতে। যাহা মানবদেহের কাটা ছিড়াঁয় ব্যবহার করা হয় । তিনি সংবাদিকদের কাছে বক্তব্য দিয়েছেন ভুল বসত তাদের উৎপাদনকৃত পভিসেফ বোতলের মধ্যে হিস্টাসিন্ সিরাপের লেভেল লাগিয়ে বাজারজাত করা হয়েছে । এ জন্য তিনি দুঃখ প্রকাশও করেন। যাহা বিভিন্ন জাতিয় দৈনিক , স্থানীয় দৈনিক, সাপ্তাহিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। জেসন ফার্মাসিউটিক্যালস্ লিঃ প্রতিবাদ বিজ্ঞপ্তিতে  উল্লেখ করেছেন একটি কুচক্রিমহল অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে জেসন ফার্মাসিউটিক্যালস্ লিঃ এর সুনাম ক্ষুন্ন কারার উদ্দেশ্যেই  এ ঘটনা ঘটিয়েছে যা দৈনিক প্রত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি মুহাম্মদ কাইসার হামিদ, পিতা মোঃ আব্দুল হাই গ্রাম – পশ্চিম গোবরিয়া, উপজেলা – কুলিয়ারচর, জেলা- কিশোরগঞ্জ উক্ত প্রকাশিত প্রতিবাদ বিজ্ঞপ্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০১-০৬-২০১৭ইং/ অর্থ 

Tags: