muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

দাসিয়ার ছড়ায় চলছে বৃক্ষরোপন অভিযান

নাইমুর রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি।। 
সামাজিক বনায়ন, দাসিয়ারছড়ার উন্নয়ন। এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলাধীন সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় চলছে বৃক্ষরোপন অভিযান।
দাসিয়ারছড়ার প্রধান সড়কের দুই পাশে লাগানো হচ্ছে বিভিন্ন প্রজাতীর গাছ এবং বাজার সংলগ্ন কালীরহাটের সৌন্দর্য বর্ধনের জন্য লাগান হচ্ছে দেবদারু গাছ। লাগান হচ্ছে বিভিন্ন ধরনের ফলেরও গাছ। গাছ গুলোর সঠিক পরিচর্যার জন্য গঠন করা হয়েছে ৪০ জনের একটি কমিটিও।
আজ সকাল ১০ টার সময় একটি দেবদারু গাছ রোপন করে সামাজিক বনায়নের উদ্ভদন করেন , উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্রনাথ উরাঁও , ফুলবাড়ি উপজেলা চেয়ারম্যান নজির হোসেন , প্রাত্তন উপজেলা চেয়ারম্যান এজাহার আলী, ফুলবাড়ি উপজেলা সদস্য রফিকুল ইসলাম, ৩ নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ (হারুন), উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ। আরও উপস্থিত ছিলেন দাসিয়ারছড়ার নেত্ববৃন্দ আঃ হাকিম সরকার,জাকির হোসেন,নুর আলম প্রমুখ।
দাসিয়ারছড়ার মানুষের কথা আমাদের চারপাশের পরিবেশ সুস্থ ও সুন্দর রাখতে বৃক্ষরোপন অত্যাধিক গুরুত্বপূর্ন।
বিশ্ব পরিবেশ দিবসের আজ যেন সঠিক ব্যবহার হলো।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৫-০৬-২০১৭ইং/ অর্থ 

Tags: