muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

শেয়ালের কামড় খাওয়া সেই মায়ের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গোয়ালঘরে শেয়ালে কামড়ানো বৃদ্ধা মা (৯০) মরিয়ম নেছার চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে মরিয়ম নেছাকে দেখতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) কৃষিবিদ মো. খলিলুর রহমান।

তিনি বলেন, আহত বৃদ্ধা মরিয়ম নেছার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চিকিৎসাসহ যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহনের জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন।  জানা গেছে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন বৃদ্ধা মাকে নিজ দায়িত্বে হাসপাতালে ৮নং কেবিনে স্থানান্তর করেছেন ও সার্বক্ষণিক মনিটরিং করছেন। মেডিসিন ইউনিট-৩ ডাক্তার আকাশের তত্ত্বাবধানে নার্স সেফালী রায় বৃদ্ধা মাকে সেবা ও পরিচর্যা করছেন।  হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মরিয়ম নেছার অবস্থা জানতে চাইলে ক্ষীণ কণ্ঠে বলেন, আগের চেয়ে একটু ভালো।  উল্লেখ্য, গত বুধবার ৩১ মে গভীর রাতে গোয়ালঘরে তাকে শেয়াল কামড়ে ক্ষতবিক্ষত করে। এ খবর স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। পরে পুলিশ মাকে গোয়াল ঘরে রাখা সেই ছেলেকে গ্রেপ্তার করে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৫জুন২০১৭ইং/নোমান

Tags: