muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নীলফামারীতে বাল্যবিয়ে রোধে অ্যাডভোকেসি সভা

রাশেদুল ইসলাম আপেল, নীলফামারীঃ  

মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে বর-কনের বয়স যাচাই বিষয়ক অ্যাডভোকেসি সভা আজ মঙ্গলবার নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় নীলফামারী জেলা প্রশাসন এ অ্যাডভোকেসি সভার আয়োজন করে।প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের রংপুর ডিভিশনাল প্রোগ্রাম ম্যানেজার ডা.হৃষিকেশ সরকারের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহিম।

সভায় নীলফামারী জেলার সকল ইউ পি চেয়ারম্যান ,মেয়র,উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা চেয়ারম্যানগণ অংশগ্রহণ করেন ।

অনুষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে বাল্য বিবাহ বন্ধ করতে চালু হওয়া মোবাইল মোবাইল অ্যাপস ও বাল্য বিয়ে নিরোধ আইন ২০১৭ সম্পর্কে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীগণ বাল্য বিয়ে প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এ জে এম এরশাদ আহসান হাবিব ।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৫-০৬-২০১৭ইং/ অর্থ 

Tags: