muktijoddhar kantho logo l o a d i n g

ইটনা

দুর্যোগের দিনে হাওরের ক্ষতিগ্রস্তদের কাছে ৪ লক্ষ টাকা ত্রাণ বিতরণ করেন বি.এম.এ কিশোরগঞ্জ শাখা

মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টার ।। 

বি.এম.এ বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত চারশত পরিবারের মাঝে এক হাজার টাকা করে ত্রাণ বিতরণ করা হয় আজ ১৭ জুন ২০১৭ ইং।

ইটনা উপজেলার ধনপুর ইউনিয়ন ও রায়টুটি ইউনিয়নে চারশত পরিবারের মাঝে অনুদান বিতরণ করা কালে দুর্যোগ ও মাঝারি বৃষ্টি চলাকালনি সময় কিশোরগঞ্জ জেলার বি.এম.এ সহ-সভাপতি ডাঃ সজল কুমার সাহা (উপাদক্ষ), সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, বি.এম.এ সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল ওয়াহাব (বাদল), ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, ডাঃ ফারুক আহমেদ সহ অন্যান্য ব্যক্তিগণ উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণ করেন।

এ সময় ২৫০ শয্যা হাসপাতাল এর সিভিল সার্জন বলেন ডাক্তারগণ আপনাদের পাশে নৈতিকতার দাবি নিয়ে দাড়িয়েছে, কিছুটা বিলম্ব হলেও আপনাদের পাশে দাড়াতে পেরে কিছুটা কৃতজ্ঞ বোধ করছি, এই হাওরের যে অসুস্থ রোগীর চিকিৎসা বিনা মূল্যে প্রদান করা হবে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন চিকিৎসা ক্ষেত্রে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৭-০৬-২০১৭ইং/ অর্থ 

Tags: