muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরব রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : বুকিং সহকারীকে অব্যাহতি

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের টিকেটের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগে এক বুকিং সহকারীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।২১ জুন বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার অমৃত লাল দাসকে এ নির্দেশ দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে যাত্রীদের কাছ থেকে ট্রেনের টিকেটের অতিরিক্ত মূল্য গ্রহণসহ টিকেট কালোবাজারির সাথে বেশ কয়েকটি মহল যুক্ত রয়েছে।এতে দুই দিক থেকেই সাধারণ যাত্রীরা নাজেহাল হচ্ছে।এমন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে ভৈরব থানা ও রেলওয়ে পুলিশের সহযোগীতায় স্টেশনটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।এ সময় স্টেশনের টিকেট কাউন্টারে কর্মরত বুকিং সহকারী ফয়সল আলমকে টিকেটের অতিরিক্ত মূল্য গ্রহণের সময় হাতেনাতে আটক করে পুলিশ।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ফয়সল আলম তার দোষ স্বীকার করে।এ সময় ভ্রাম্যমাণ আদালত তাত্‍ক্ষনিকভাবে তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে স্টেশন মাষ্টারকে নির্দেশ দেন।এবং সেটি তালিম করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ গণমাধ্যমকে জানায়,ভৈরব বাজার রেলওয়ে জংশনের ট্রেন যাত্রীদের টিকেট বিষয়ক হয়রানি রোধে এখন থেকে গোপনে তদারকি করবে প্রশাসন।যারা এর সাথে জড়িত থাকবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।এ ক্ষেত্রে তিনি যাত্রীদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ জানান।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২১জুন২০১৭ইং/নোমান

Tags: