muktijoddhar kantho logo l o a d i n g

দূর পরবাস

“কাতারে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উৎযাপন”

দ্বীন ইসলাম খাঁন, কাতার প্রতিনিধি :

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যথাযোগ্য মর্যাদায় মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। আজ রবিবার(২৫ শে জানুয়ারি)সকাল ৫.০০টায় ঈদুল ফিতর নামাজ শুরু হয়। নামাজে অংশ গ্রহণ করতে দুর দূরান্ত থেকে মুসুল্লীদের ভীর ক্রমাগত বাড়তেই থাকে। চার লাখ বাংলাদেশি প্রবাসীসহ কাতারের নাগরিক ও বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা ঈদের জামাতে অংশ নেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি আলরাইয়ান এলাকায় আলওয়াজবা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। কাতারের মন্ত্রী পরিষদের সদস্যরা, রাজপরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা আমিরের সাথে জামাতে অংশ নেন।

দেশ জাতির সুখ শান্তি ও কাতারের চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।আমিনুল ইসলাম, কাতার প্রতিনিধিঃ কাতারের যথাযোগ্য মর্যাদায় মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে।রবিবার(২৫ শে জানুয়ারি)সকাল ৫.০০টার ঈদুল ফিতর নামাজে শরিক হতে দূর- দূরান্ত থেকে মানুষের ক্রমাগত ভিড় বাড়ে ঈদগাহে।

চার লাখ বাংলাদেশি প্রবাসীসহ কাতারে নাগরিক ও বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা এসব ঈদের জামাতে অংশ নেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি আলরাইয়ান এলাকায় আলওয়াজবা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। কাতারের মন্ত্রী পরিষদের সদস্যরা, রাজপরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা আমিরের সাথে জামাতে অংশ নেন।

নামাজ শেষে জাতির সুখ শান্তি ও কাতারের চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ আদায় শেষে একে অন্যের সাথে কৌশল বিনিময় করে নেন।

বাংলাদেশি প্রবাসীদের ঘনবসতি এলাকা দোহা, নাজমা, মনসুরা, সানাইয়াসহ অন্যান্য এলাকায় ঈদের জামাতে নামাজ আদায় করেন বাংলাদেশিরা।

কাতারে এবার ঈদ উপলক্ষে ৯দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে কাতারের আমির ।

নামাজ আদায় শেষে একে অন্যের সাথে কৌশল বিনিময় করে নেন।

বাংলাদেশি প্রবাসীদের ঘনবসতি এলাকা দোহা, নাজমা, মনসুরা, সানাইয়াসহ অন্যান্য এলাকায় ঈদের জামাতে নামাজ আদায় করেন বাংলাদেশিরা।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৫জুন২০১৭ইং/নোমান

Tags: