muktijoddhar kantho logo l o a d i n g

অষ্টগ্রাম

অষ্টগ্রামে তিন মাদক সেবনকারী-ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

ভ্রাম্যমাণ প্রতিনিধি, ( অষ্টগ্রাম) কিশোরগঞ্জ।। 

হাওর বেষ্টিত কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় বিভিন্ন জায়গা থেকে ৩ মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলায় সদর ইউনিয়নের আলম দিঘীর পাড়ের মৃত মেরাজ মিয়ার পুত্র মাদক সেবি বিল্লাল মিয়া (২২) রবিবার সকালে মাদকের টাকার জন্য মা কে নির্যাতন করছে বলে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আদালত বসান। সেখানে দোষ স্বীকার করায় আদালত তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করে।

এদিকে বাঙাল পাড়া ইউনিয়নের দক্ষিণ বাঙাল পাড়া গ্রামের মৃত রেকমান মিয়ার পুত্র খলিল মিয়া (৪৫) মদ খেয়ে মাতলামি করায় পুলিশ থাকে আটক করে, পরে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালতে খলিল মিয়া কে ৬ মাসের কারাদণ্ড দেন।

এর আগে শনিবারের সকালে উপজেলা কাস্তল ইউনিয়নের মসজিদজাম এলাকার অহিদ মিয়ার পুত্র গাজাঁ ব্যবসায়ী ও সেবক রোহিদ মিয়া গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ৬ পুড়িয়া গাঁজা সহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকেও ১ বছরের কারাদণ্ড দিয়েছে।

আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের সাঈদ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-০৭-২০১৭ইং/ অর্থ 

Tags: