muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মেসিকে দেখা যাবে নতুন ভূমিকায়!

স্পোর্টস রিপোর্ট :

বল পায়ে লিওনেল মেসি কী করতে পারেন, তা অজানা নয় কারোরই। প্রতিপক্ষ গোলরক্ষক থাকেন আতঙ্কে। এই বুঝি এলেন মেসি! অনেক গোলই তিনি করেছেন। ইতিহাস গড়েছেন। বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা মেসি। জাতীয় দল আর্জেন্টিনার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরারও তিনি।

সর্বশেষ মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে সর্বোচ্চ ৩৭ গোল করেন মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজদের পেছনে ফেলে ‘গোল্ডেন বুড’ জিতে নেন বার্সা সুপারস্টার। আগামী মৌসুমে বার্সায় আগের ‘গোলদাতা’ সেই মেসিকে সেভাবে দেখা যাবে না! কারণটা কী?

বার্সার নতুন আর্নেস্তো ভালভার্দের অধীনে মেসিকে দেখা যাবে নতুন ভূমিকায়। আর্জেন্টাইন এই তারকা খেলবেন মিডফিল্ডারের ভূমিকায়। কারণ ভালভার্দে নাকি বার্সার একাদশ সাজাতে চান ৩-৪-৩ ফরম্যাটে। এমনটাই জানিয়েছেন দলটির ডিফেন্ডার জেরার্ড পিকে।

বার্সার স্পনসরদের এক অনুষ্ঠানে গিয়ে পিকে বলেন, ‘আমরা বয়সে বুড়িয়ে যাচ্ছি। শারীরিক সক্ষমতাও যাচ্ছে কমে। এটা আসলে সব খেলোয়াড়ের ক্ষেত্রেই ঘটে। কেউ এটা বেশি অনুভব করে, কেউ বা কম। কিন্তু আমরা সবাই নিজস্ব খেলার ধরনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি।’

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩জুলাই২০১৭ইং/নোমান

Tags: