muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

বৃষ্টিরোমান্স : এস.এম বিল্লাল

সাহিত্য ও সংস্কৃতি ।। 

বৃষ্টিরোমান্স : এস.এম বিল্লাল

======================

ও সখি তুই কেমন আছিস?
পরের ভিটেয় বদ্ধ ঘরে।
ছুটি নিয়ে আয়’না ফিরে
আমার প্রিয় শাড়ি পড়ে।

চল বৃষ্টি তে, ভিজে বেড়াই
দুজন মিলে বকুল কুড়াই
গাঁথি আবার মালা।
ভরা বর্ষায় তুকে ছাড়া
হয় না জলের খেলা।

আয়’না সখি সাঝের বেলা
গগন জুড়ে মেঘের ভেলা
দেখনা নদীর, যৌবনগাঙ্গে
উপছে পড়ছে ঢেউ
বৃষ্টিবিহীন প্রেমিক জমি
হচ্ছে ধূ ধূ মরুভূমি
দেখার নাই রে কেউ।।

আয়’না সখি ছুটি নিয়ে
বৃষ্টিস্নাত সন্ধ্যেবেলা
ভাসাই মোদের প্রেমের ভেলা
মাঝনদীতে স্বপ্নডিঙ্গায়
জমুক আবার রোমান্স মেলা।

আয়’না সখি ছুটি নিয়ে
দেখ ‘না চেয়ে হৃদয় দিয়ে
বর্ষাছন্দে কদম গাছটিও
গাইছে প্রেমের গান
বৃষ্টিরোমান্স করছে কৃষক
রুইছে আমন ধান।

আবার যদি আসিস ফিরে
খোকনের নৌকা ভিড়াবো তীরে
তুর তনুতে মন মিশাব।।

ব়ৃষ্টিজলে শুদ্ধ হবো
গাইব হর্ষের গান।।

আয় ‘না সখি…..।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৩১-০৭-২০১৭ইং/ অর্থ 

Tags: