muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

গাইবান্ধায় দুই দিন ব্যাপী শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালা শুরু

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা ।। 
গাইবান্ধায় শিশু সাংবাদিকতার উপর দু’দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফ আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিশু অংশ নিচ্ছেন।
আলোচকরা শিশুদের গণমাধ্যম, সাংবাদিকতা, সাংবাদিকতার ধারাপাত, খবরের বিষয় খোঁজা, ভিডিও সংবাদ তৈরি, শিশু অধিকার, শিশু সুরক্ষা, মানবাধিকার, সাংবাদিকতার সহজপাঠ ও জাতিসংঘের শিশু অধিকার সনদ নিয়ে আলোচনা করেন।
গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও ডেইলি ষ্টারের জেলা প্রতিনিধি কে এম রেজাউল হকের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলার বাইরের অতিথি জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ আবিদুল মোমেন মুনি, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন, উদীচীর সাধারণ সম্পাদক ও সংবাদের জেলা প্রতিনিধি মাহমুদুল গণি রিজন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর গাইবান্ধা জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, এনজিও কর্মী সামীয়ূর রহমান প্রমূখ।
প্রশিক্ষণে অংশ নেওয়া গাইবান্ধা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী হিমানী ইসলাম রোদেলা বলেন, “হ্যালোর প্রশিক্ষণে অংশ নিতে পেরে আমি দারুণ খুশি। আমি শিশুদের বিভিন্ন সমস্যা নিয়ে হ্যালোতে লিখতে চাই।
প্রশিক্ষণ প্রদান করেন প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন, জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ আবিদুল মোমেন মুনি।
অনুষ্ঠানটি সমন্বয়ও করছেন দৈনিক ইত্তেফাকের গাইবান্ধা জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা। কর্মশালা শেষ হবে বৃহস্পতিবার (১০ আগস্ট) ।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৯-০৮-২০১৭ইং/ অর্থ 

Tags: