muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

“অবেলার গান” : সাবিকুন্নাহার রিয়া

সাহিত্য ও সংস্কৃতি ।।

“অবেলার গান” : সাবিকুন্নাহার রিয়া
===========================
আমার প্রাণের মাঝে কানে কানে,
কয় যে কথা বকুল কামিনী।
পেয়ে গো ধন হারালে কখন
ভাবো কেন দিবস যামিনী?
সাঁঝের বেলায়,
আবির হেলায়,
বলেছিল যে কথা-
প্রভাতে আজ তাই স্নরে
প্রাণে কিসের ব্যাকুলতা?
শিশির ঝরে ফোটায় ফোটায়
নিশিতে ঐ শিউলি বোটায়।
বুঝি নি তো,এ যে গো হায়
কারুর অশ্রুকণা।
ভুলেছিলাম হাসি মুখে
মনের শত মানা।
ভেতরটারে চোখ রাঙিয়ে,
অবুঝ মনের মান ভাঙিয়ে,
খেলেছিলাম ফাঁকি দেয়ার খেলা।
সেই ফাঁকির ফাঁকে হারায়ে মন,
ভেবে মরি আজ অবেলা।
চপল বাতাস,
প্রাণে উদাস,
বিরহী সুর সাধে।
বেলার দান হারায়ে প্রাণ
অবেলায় আজ কাঁদে।
চাঁদের আলো গভীর রাতে
লুকিয়ে বিলায় শোভা।
প্রাণের ব্যথা ফুলের কানে
বলে দিলো কেবা?
কানে কানে কয় যে কথা
বকুল কামিনী।
পেয়ে গো ধন হারালে কখন
ভাবো কেন দিবস যামিনী?

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১০-০৭-২০১৭ইং/ অর্থ

Tags: