muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

পত্নীতলায় পানির সঙ্গে বাড়ছে ক্ষয়ক্ষতি

আর আই সবুজ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পত্নীতলার বিভিন্ন এলাকায় পানি বেড়ে মানুষ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে। বন্যাকবলিত এলাকায় প্রায় ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে বর্ণনাতীত দুর্ভোগে পড়েছেন।

পানিতে তলিয়ে গেছে ওই এলাকার ২ হাজার ৯ হেক্টর জমির আমন ধান, আউশ ধান ও শাক-সবজি। ভেসে গেছে পুকুরের প্রায় অর্ধ কোটি টাকার মাছ। গতকাল বুধবার সকালে ইউনিয়নের কাশিপুর-শালিগ্রাম নামক এলাকায় নদীর পূর্ব পাশে প্রায় অর্ধ কিলোমিটার জায়গা নিয়ে বাধঁ ভেঙ্গে যায়। এতে নজিপুর-ধামরহাট সড়কের আমবাটি পাকা রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এতে করে ৪ টি ইউনিয়নে মানুষ পানি বন্দি হয়েছেন। প্লাবিত এলাকার মধ্যে কৃষ্ণপুর ইউনিয়নের পানি ৪ ইঞ্চি কমলেও পূর্ব দিকে অপরিবর্তিত রয়েছে। নজিপুর পৌর এলাকার চকজয়রাম, ভাবিচা, হরিরামপুর প্লাবিত হয়েছে। চকনিরখিন, চাঁদপুরসহ বিভিন্ন মহল্লা প্লাবিত হচ্ছে। অন্যদিকে আমাইড় ইউনিয়নের চকভবানী এবং সনকিডোবা গ্রামে প্রায় ১০ দিন ধরে পানিতে আটকে আছে মানুষ এবং পশুপাখি। এমন অবস্থায় পত্নীতলা উপজেলার পরিষদের পক্ষ থেকে ইউএনও আব্দুল মালেক বন্যর্ত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করেছেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৮-আগস্ট২০১৭ইং/নোমান

Tags: